তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। তুরস্ক জানিয়েছে, গত ৯ দিনে এ পর্যন্ত দেশটিতে মারা গেছে প্রায় ৩৫,৯১৮ জন। এদিকে সিরিয়া সরকার এবং জাতিসংঘের তথ্য অনুযায়ী সিরিয়ায় ৫,৮০০ জনেরও বেশি মানুষ মারা গেছে।
এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। তবে সময় যত গড়াচ্ছে, জীবিত উদ্ধারের আশা তত ক্ষীণ হয়ে আসছে।
জাতিসংঘ ত্রাণ মিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকাজ শেষ হওয়ার পথে। এখন বেশি জোর দেওয়া হবে মানুষের আশ্রয়, খাবার ও অন্যান্য প্রয়োজন মেটানোর দিকে।
আজ তুরস্ক থেকে বাব আল-সালাম ক্রসিং দিয়ে ১০টি ট্রাকে মানবিক সহায়তা বহন করে উত্তর-পশ্চিম সিরিয়ায় সাহায্য পাঠানো শুরু হয়েছে। জাতিসংঘ আশ্রয়, স্বাস্থ্যসেবা এবং খাদ্য সহ প্রায় ৫ মিলিয়ন বেঁচে থাকা সিরিয়ানদের সাহায্যের জন্য ৩৯৭ মিলিয়ন ডলারের সাহায্য চেয়ে আবেদন জানিয়েছে।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তুরস্কের ভূমিকম্পকে ইউরোপ অঞ্চলের এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বর্ণনা করছে।