সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

ফ্রান্স সফররত গোলাপগঞ্জ উপজেলার প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শীলাকে সংবর্ধনা

  • আপডেট : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৫ Time View

এম আই বি ডেস্কঃ  ফ্রান্সে সফররত গোলাপগঞ্জ উপজেলার প্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা যুব মহিলা লীগের সভাপতি নারী নেত্রী নাজিরা বেগম শীলাকে সংবর্ধনা দিয়েছে ফ্রান্স প্রবাসী গোলাপগঞ্জ উপজেলাবাসী।

রবিবার বিকালে প্যারিসের ক্যাথসীমাস্থ কুটুমবাড়ি রেস্টুরেন্টে সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন
প্রবিন ব্যক্তি আব্দুল মালিক মানিক। লিগেল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট আজাদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স আওয়ামীলীগের সহ সভাপতি ওয়াহিদ বার তাহের,বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ,জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক আলী হোসেন,কুমিল্লা সমিতি ফ্রান্সের সাধারণ সম্পাদক নাসির আহমদ,কমিউনিটি নেতা মাহবুবুল হক কয়েস,ব্যবসাী হাজী কাওসার আহমেদ ,গৌছ উদ্দিন,জিল্লুর রহমান,বিলাল উদ্দিন ,শাহ আলম,সজিব আলী ও লুৎফর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা নারী নেত্রী নাজিরা শীলার বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের কর্মকান্ডের ভুয়সী প্রশংসা করে বলেন,বাংলাদেশের আর্তসামাজিকতার প্রেক্ষাপটে বার বার নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে তিনি গোলাপগঞ্জ তথা সিলেটের মা মাটি ও জনগণের কল্যানে নি:স্বার্থভাবে কাজ করে যাচ্ছেন তা অতুলনীয়।
আগামীতে এ যাত্রা অটুট রাখতে প্রবাসীদের সর্বাত্বক সহযোগিতা থাকবে।

বক্তারা আগামী সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে তাঁকে দেখতে চান বলে অভিমত ব্যাক্ত করেন।

পরে প্রবাসী গোলাপগঞ্জবাসীর পক্ষ থেকে নাজিরা বেগম শীলাকে ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর