নেপালের বিপক্ষে যে বাংলাদেশ নারী দল বেশ শক্তিশালী তা ফাইনাল ম্যাচের প্রথম থেকেই একটা আঁচ পাওয়া যায়। ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য ধরে রেখে খেলতে থাকে বাংলাদেশের নারীরা।
আক্রমণে প্রতিপক্ষকে চাপে রেখেছিল বাংলাদেশ প্রথম থেকেই। তবে গোলের দেখা পেতে বেশ সময় লাগে তাদের। ম্যাচের ৪২ মিনিটে এসে দলকে এগিয়ে দেন রিপা।
এরপর প্রথম হাফের বাড়ানো সময়ের প্রথম মিনিটেই আরো এগিয়ে যায় বাংলাদেশের নারীরা। আকলিমা বল বাড়িয়ে দেন শামসুন্নাহারের দিকে। বল পেয়ে নেপালের গোলরক্ষককে কাটিয়ে গোল করেন তিনি। চলতি সাফ চ্যাম্পিয়নশিপে শামসুন্নাহারের এটি পঞ্চম গোল।
এর আগে গোল করার অনেক কাছে চলে গিয়েছিলো বাংলাদেশ। তবে গোলরক্ষক ও নেপালের ডিফেন্ডারদের কল্যাণে বারবার বেঁচে যায় নেপাল।