স্টেলেনবোশে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮১ রান করেছিল ভারত। জবাবে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে মাত্র ১৩১ রান করতে সক্ষম হয় টাইগ্রেসরা।
আগে ব্যাট করতে নামা ভারতকে শুরুতে চেপে ধরেছিল বাংলাদেশের মেয়েরা। ৩৫ রানে ৩ উইকেট তুলে নিয়েছিল জ্যোতি বাহিনী। এরপর ভারতের ত্রাণকর্তা হয়ে আবির্ভুত হন রিচা ঘোষ। শেষ পর্যন্ত অপরাজিতই থাকেন তিনি। মাঝে ৫৬ বলে খেলেন ৯১ রানের দুর্ধর্ষ এক ইনিংস। তাকে চমকৎকার সঙ্গ দেন জেমিমাহ রদ্রিগেজ।
রদ্রিগেজ ২৭ বলে ৪১ রান করে আউট হন জাহানারা আলমের বলে। ভারতের হয়ে বাকিদের মধ্যে পূজা ১৩, ইয়াস্তিকা ভাটিয়া ১০ ও হারলিন দেওল ১০ রান করেন। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন নাহিদা আক্তার। একটি করে উইকেট পান জাহানারা, সালমা খাতুন ও মারুফা আক্তার।
জবাব দিতে নেমে নিগার সুলতানা, মুর্শিদা ও শামিমা ছাড়া কেউই উইকেটে দাঁড়াতে পারেননি। সুলতানা ৪০, মুর্শিদা ৩২ ও শামিমা ১৫ রান করে। বাকিদের মধ্যে রিতু মনি ১১ করলেও আর কেউই দশের ঘর পেরুতে পারেননি। ভারতের হয়ে দেবিকা বৈদ্য নেন ২ উইকেট। একটি করে উইকেট পান রাজেশ্বরি, অঞ্জলি, দিপ্তী ও রাধা যাদব।