বিশ্বে কম মজুরির শ্রম বাজার হিসেবে বেশ পরিচিত বাংলাদেশ। আর উৎপাদন ব্যয় কমিয়ে লাভ বেশি করতে বাংলাদেশকে বেছে নেন বিদেশিরা। ফলে কানাডিয়ান কোম্পানিগুলোর কাছেও বাংলাদেশ আকর্ষণীয় স্থান বলে জানিয়েছেন কানাডা বিজনেস কাউন্সলের প্রেসিডেন্ট দিয়া হোসাইন।
পাশাপাশি এদেশের শ্রমিকদের কাজের গুণগতমান আরো বৃদ্ধি করা এবং পলিসি, প্রোগ্রাম ও সাপ্লাই চেইন বিষয়ে তথ্য আদান-প্রদানে স্বচ্ছতা নিশ্চিত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি।
মঙ্গলবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে ‘ট্রেড এক্সপো-২০২৩’ এর উদ্বোধন করে কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এতে কি-নোট উপস্থাপনে দিয়া হোসাইন আরো বলেন, কানাডা গ্রীন টেকনোলজি ও নবায়নযোগ্য জ্বালানির নেতৃত্বদানকারী দেশ। আর্টিফিশিয়াল ইন্ডাস্ট্রিতেও এগিয়ে কানাডা। বাংলাদেশ ও কানাডা দু’দেশের সংস্কৃতি ও অর্থনীতি পার্থক্য হওয়ায় বাণিজ্য প্রবৃদ্ধিতে চ্যালেঞ্জ রয়েছে।
তিনি বলেন, ট্রেড এক্সপো-২০২৩ দু’দেশের ব্যবসা-বাণিজ্যের ধারায় গতি আনবে। নতুন আইডিয়া ও প্রযুক্তিই ব্যবসার প্রবৃদ্ধি ও উন্নয়নের চালিকা শক্তি। আর অংশীদারিত্বের ব্যবসায় টেকসই বাণিজ্য, সামাজিক দায়বদ্ধতা নিশ্চিতে ব্যবসায় বেস্ট প্র্যাকটিস অত্যন্ত গুরুত্বের দাবিদার।