শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় বিমানের পাইলটকে জিম্মি

  • আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫ Time View

ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে নিউজিল্যান্ডের এক পাইলটকে জিম্মি করেছে ওই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা। বুধবার (৮ ফেব্রুয়ারি) পাপুয়ার নোদুগাতে অবতরণের আগে উড়োজাহাজে আগুন ধরে গেলে তাকে জিম্মি করা হয়। তবে বিমানটিতে থাকা বাকি যাত্রীদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। খবর বিবিসির।

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। অনেক বছর ধরেই পাহাড়ে ঘেরা পাপুয়া প্রদেশের আলাদা স্বাধীন দেশের স্বীকৃতির দাবি করে আসছে বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা। বিভিন্ন সময় ওই গোষ্ঠীটির সঙ্গে ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর লড়াইয়ের খবরও পাওয়া যায়। এবার অঞ্চলটি নিজেদের করতে নিউজিল্যান্ডের এক পাইলটকে জিম্মি করলো গোষ্ঠীটি।

গণমাধ্যমের খবরে জানা যায়, ইন্দোনেশিয়ার পার্বত্য সুসি এয়ারের উড়োজাহাজটি নোদুগাতা জেলায় অবতরণ করার সময় এটিতে আগুন ধরে যায়। এসময় ফিলিপ মার্থেনস নামের বিমানটির পাইলটকে জিম্মি করেন তারা। তবে, উড়োজাহাজে থাকা এক শিশুসহ ৫ যাত্রীকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি পাইলটকে জিম্মির দায় স্বীকার করেছে। এছাড়া পাপুয়া অঞ্চলকে স্বীকৃতি না দেয়া হলে তাকে হত্যার হুমকিও দিয়েছে গোষ্ঠীটি। একইসঙ্গে অঞ্চলটির স্বীকৃতি দিতে সরকারকে আলোচনায় বসারও আহ্বান জানায় তারা।

দলটির মুখপাত্র, সেবি সামবোন হুমকি দিয়েছেন, যদি ইন্দোনেশিয়ার সরকার তাদের সঙ্গে আলোচনা করতে রাজি না হয় তাহলে এই পাইলটকে হত্যা করা হবে।

এ ঘটনায় পাইলটকে উদ্ধারে নেমেছে পুলিশ। পাপুয়া অঞ্চলটি পাহাড়ে ঘেরা থাকায় সেখানে বিমান ছাড়া যাওয়া কঠিন বলেও জানানো হয়। তবে তাকে উদ্ধারে সব রকমের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, তারা এ ঘটনা খতিয়ে দেখছে। কিন্তু সেখানে তারা পৌঁছাতে পারছেন না, কারণ ওই জায়গাটিতে শুধুমাত্র বিমানে যাওয়া যায়।

এদিকে, নিউজিল্যান্ডের পক্ষ থেকেও জিম্মি ঘটনার সব রকমের খোঁজ খবর রাখা হচ্ছে। এছাড়া জিম্মি পাইলটের পরিবারেরর সঙ্গেও সরকার যোগাযোগ রাখছে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর