বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন

সুযোগ মিসে ফাইনালের অপেক্ষা বাড়লো বাংলাদেশের

  • আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৫ Time View

ভারতকে হারাতে পারলেই সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। তবে সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র। শেষ পর্যন্ত সমতা নিয়ে মাঠ ছাড়ায় অপেক্ষা বেড়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের।

কমলাপুরে রোববার (০৫ ফেব্রুয়ারি) নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। তাতে ফাইনাল খেলার স্বপ্ন টিকে আছে নেপালেরও।

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকে ভারতের মেয়েদের একের পর আক্রমণে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা। তবে গোলবারে থাকা অতন্দ্রপ্রহরী রূপনা চাকমা দারুণ দক্ষতায় নস্যাৎ করে দেন ভারতের সব আক্রমণ। ২৬ মিনিটে প্রথম আক্রমণে উঠে লাল সবুজের প্রতিনিধিরা। প্রতিপক্ষের রক্ষণ শিবিরে স্বপ্না রানি হানা দিলেও তার দুর্বল শট পরাস্ত করতে পারেনি ভারতের গোলরক্ষক মোনালিশা দেবিকে।

চার মিনিট পর বাংলাদেশের জালে বল জড়ায় কাজল। কর্নার থেকে আসা ক্রসে দলকে বিপদমুক্ত করতে যান রূপনা। তার পাঞ্চ করা বল পেয়ে যান ভারতের কাজল। সহজ শটে তিনি বল জালে জরালেও রেফারির অফসাইডের বাঁশিতে হাফ ছেড়ে বাঁচে ছোটনের শিষ্যরা

৩২ মিনিটে কর্নার থেকে পাঠানো স্বপ্না রানির ক্রস ডি-বক্সের সামনে পেয়ে শট নেন সুরমা জান্নাত। তবে তার শটটি চলে যায় বারের উপর দিয়ে। পাঁচ মিনিট পর শাহেদা আক্তার রিপার নেয়া ফ্রি কিক একটুর জন্য জালে জড়ায়নি। বিরতির আগে রূপনার নৈপুণ্যে আরও একবার গোল হজম থেকে রক্ষা পায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে ভারত। তবে গোলবারে তারা পরাস্ত করতে পারেনি রূপনাকে। ম্যাচের ৫৮ মিনিটে পাল্টা আক্রমণে গিয়ে গোলের সুবর্ণ সুযোগ পায় বাংলাদেশ। ডানপ্রান্ত থেকে রিপার বাড়ানো ক্রস ডি-বক্সে পেয়ে হেড দেন শামসুন্নাহার জুনিয়র। তবে তার হেড লক্ষ্যে থাকেনি। তিন মিনিট পর উল্টো গোল হজম করতে বসেছিল ছোটনের শিষ্যরা।

তবে গোলবারের সামনে বল পেয়েও সেটি উড়িয়ে মারেন নেহা। ৬৪ মিনিটে ভারতের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন শামসুন্নাহার। গোলবারের সামনে তার নেয়া শট চলে যায় বার ঘেষে। শেষদিকে একাধিক সুযোগ হাতছাড়া করে ভারতের মেয়েরাও। তাতে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুদলকে।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। অন্যদিকে ভুটানকে ১২-০ গোলে বিধ্বস্ত করেছিল ভারত।

আসরে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ভারত। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বাংলাদেশের অবস্থান দুইয়ে। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তালিকার তিনে নেপাল। ২ হারে তলানিতে ভুটান।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত-নেপাল ও বাংলাদেশ-ভুটানের গ্রুপের পর্বের শেষ লড়াইয়ের পরই জানা যাবে, কারা টিকিট পাচ্ছে ফাইনালের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর