কানাডায় এক তরুণী লটারির টিকেটে ৪৮ মিলিয়ন কানাডিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮৭ কোটি টাকা) পুরস্কার জিতেছেন।
শনিবার (৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, ১৮ বছর বয়সী ওই তরুণীর নাম জিয়েট ল্যামর। জীবনের প্রথমবারের মতো লটারির টিকেট কিনেছিলেন ওই তরুণী।
বিবিসি জানায়, লটারির ড্র ৭ জানুয়ারি হলেও প্রথম পুরস্কার বিজয়ী ওই তরুণীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে জিয়েট ল্যামর খোঁজ পান তার প্রতিবেশী একজন লটারির টিকেট পেয়েছে। মোবাইল অ্যাপে দেখেন প্রতিবেশী নয়, সর্বোচ্চ পুরস্কার গোল্ড বল জ্যাকপট তিনি জিতেছেন।