এদিকে এ ঘটনায় ক্ষতিপূরণ আদায়ে তোতাপাখির মালিকের বিরুদ্ধে আদালতে মামলা করেন ভুক্তভোগী চিকিৎসক।তাইনান জেলা আদালতকে লিন বলেন, তিনি এক সপ্তাহ হাসপাতালে কাটিয়েছেন। হাড় ঠিক না হওয়ায় বছরেরও বেশি সময় কাজে যেতে পারেননি। অনেক সময় ও অর্থ ব্যয় হয়েছে। আর্থিক ক্ষতির মুখেও পড়েছেন তিনি।
লিনের আইনজীবী জানান, লি এখন হাঁটতে পারছেন, তবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছেন না।
তাইনান জেলা আদালতের প্রশাসনিক বিভাগের এক কর্মকর্তা বলেন, এটি একটি ‘বিরল’ মামলা। গত এক দশকেও দেওয়ানি আদালতে এ ধরনের মামলা দেখা যায়নি।উভয় পক্ষের যুক্তিতর্ক শোনার পর আদালত রায়ে বলেন, তোতাপাখির মালিক হুয়াংয়ের অবহেলার কারণে চিকিৎসক লিন আহত হয়েছেন। তার উচিত ছিল তোতাপাখির খেয়াল রাখা। শাস্তি হিসেবে তাকে দুই মাসের কারাদণ্ড এবং ক্ষতিপূরণ হিসেবে ৩০ লাখের কিছু বেশি মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
অনিচ্ছাকৃত আঘাতের অভিযোগে কারাদণ্ড দেয়া হয়েছে। তবে এ সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন পাখির মালিক হুয়াং।