মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

মেট্রোরেলে উঠে ভাইরাল সাফা

  • আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ২৪১ Time View

রাজধানীতে মাস খানেক আগেই আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর ও বিদ্যুৎচালিত মেট্রোরেলের। শুরুতে রাজধানীর দিয়াবাড়ি থেকে মেট্রোরেলের এমআরটি-৬ লাইনের মাধ্যমে আগারগাঁও অংশে চলাচলে জন্য খুলে দেয়া হয়।মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পরদিন থেকেই স্টেশন দুটিতে ছিল উৎসুক যাত্রীদের উপচেপড়া ভিড়। এমনকি ভোর থেকেই দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা করতেও দেখা গেছে। ধীরে ধীরে এখন সেটি স্বাভাবিক অবস্থায় ফিরেছে।
সেই স্বাভাবিক সময়ে অর্থাৎ মেট্রোরেল উদ্বোধনের মাসখানেক পর প্রথমবারের মতো সফর করে বেশ উচ্ছ্বসিত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। মেট্রোরেলে উঠা সাফার একটি ছবি রীতিমতো ভাইরাল হয়েছে।

অসংখ্য লাইক-কমেন্ট পড়েছে সেই ছবির নিচে। তবে সবাই যে তার ছবিকে ভালোভাবে নিয়েছে তেমন নয়। পোশাক নিয়ে কিছু কটাক্ষ শুনতে হয়েছে তাকে। একইভাবে কুড়িয়েছেন প্রশংসাও।

রোববার (২৯ জানুয়ারি) মেট্রোরেলের ভেতর তোলা একটি ছবি  সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সাফা। ক্যাপশনে লেখেন, ‘ঢাকায় আমার প্রথম মেট্রোরেল সফর। এখন আমাদের শহরে মেট্রোরেল আছে, যা দেখে আমি খুব গর্বিত।’

উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা সরকারের। আপাতত উত্তরা থেকে আগারগাঁও ১১ দশমিক ৭৩ কিলোমিটার পর্যন্ত মেট্রো চলছে। কমলাপুর পর্যন্ত প্রকল্পটির কাজ শেষ হতে আরও সময় লাগবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর