রোহিতের অধিনায়কত্বে ভারত দলের পারফরম্যান্সও অনেকের পছন্দ হচ্ছে না। সবশেষ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই অপ্রত্যাশিতভাবে বিদায় নিয়েছে টিম ইন্ডিয়া। ব্যর্থতার এ বাধা টপকাতে আলাদা ফরম্যাটে আলাদা অধিনায়ক ঠিক করে দেয়ার কথা বলছেন কেউ কেউ। দিনেশ কার্তিকও দেখছেন সেই সম্ভাবনা। এ প্রসঙ্গে ক্রিকবাজকে তিনি বলেন, ‘ভারতে ভিন্ন ফরম্যাটে ভিন্ন অধিনায়ক দেখার ভালো সম্ভাবনা রয়েছে।’
কার্তিক বলছেন, রোহিতের ভাগ্য নির্ভর করছে ওয়ানডে বিশ্বকাপে পারফরম্যান্সের ওপর। তিনি বলেন, ‘২০২৩ বিশ্বকাপের আগে ভারত আর মাত্র তিনটি টি-টোয়েন্টি খেলবে। আইপিএলের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপের পরই বোঝা যাবে কোথায় দাঁড়াচ্ছে বিষয়টা। রোহিত শর্মার দল যদি বিশ্বকাপে স্পেশাল কিছু করতে না পারে, তাহলে আলাদা অধিনায়কত্ব দেখতেই পারি। সেটা সময় এলেই বোঝা যাবে।
কার্তিক আরও বলেন, ‘যদি রোহিত বিশেষ কিছু করে ফেলে, তাহলে সবাই অন্যভাবে ভাববে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও হয়তো ও অধিনায়ক থাকবে, যদি ও খেলতে চায়। এ মুহূর্তে হার্দিক পাণ্ডিয়া দারুণ কাজ করছে। বড় ম্যাচে ও প্রমাণ করে দেয়। বিরাট কোহলির পর আমি হার্দিককেই দেখলাম যে বড় ম্যাচে জ্বলে ওঠে। তালিকায় থাকবে জাসপ্রীত বুমরাহও।’