শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

মন ভালো নেই মাহির

  • আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ২২৮ Time View

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহি। চলচ্চিত্র নিয়ে সরব না থাকলেও বর্তমানে ব্যস্ত সময় পার করছেন রাজনীতি নিয়ে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন চেয়েছিলেন, তবে মনোনয়ন পাননি। উপনির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে ছাত্রলীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রলীগকে সক্রিয় ভূমিকা পালন করতে বলেন এই নায়িকা।

সিনেমা ছেড়ে রাজনীতিতে যাবার পর বেশ ধকল গেছে মাহির। নতুন যায়গায় তেমন সুবিধা করতে পারেননি। চাপ সামলাতে হয়েছে মানসিকভাবেও।

সেদিক থেকে মাহি লিখেছেন, ‍‍`আমার এখন যত্ন দরকার।‍‍` নিজের ফেসবুক হ্যান্ডেলে কেন এমনটা লিখলেন— এটাই এখন প্রশ্ন নেটিজেনদের। তারা এর অনেক মানেই বের করেছেন। সেসব অর্থ আবার মাহির ফেসবুক পোস্টের মধ্যেও লিখেছেন।

আদতে কী সেসব ধারণা সত্য? যখন যত্ন দরকার, তখন মাহি ঘুরছেন ভোট চেয়ে চেয়ে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন চেয়েছিলেন, পাননি। আওয়ামী লীগের প্রার্থীর পক্ষেই জনসংযোগ চালিয়ে যাচ্ছেন ঢাকাই ছবির এই নায়িকা।

মাহি লিখেছেন, ‍‍`আমার এখন যত্ন দরকার, অনেক শান্তি দরকার, অনেক হাসি দরকার, চলো দূরে কোথাও, লাল-নীল শহরে যাই, এই শহরের বাতাস খুব বিষাক্ত হয়ে গেছে।‍‍`

নিজের একটি ছবি পোস্ট করে এমন আকাঙ্ক্ষার কথাই লিখেছেন মাহি। একজন নির্মাতা মাহির এই পোস্টের মধ্যে পরামর্শ দিয়ে মন্তব্য করেছেন, ‍‍`সমুদ্রের কাছে যাও। বিশাল জলরাশি আর দূর দিগন্তের নীলে তাকিয়ে থাকো… খুব মন ভালো হয়ে
যাবে!‍‍`

আরেকজন লিখেছেন, ‍‍`ভালো সিদ্ধান্ত । নীল শহর ঘুরে এসে জানিয়ো ওখানকার পরিবেশ কেমন? ভালো হলে আমিও একবার ঘুরতে যাব।‍‍`

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর