লা লিগা সাসপেনশন কাটিয়ে বার্সা স্কোয়াডে ফিরেছেন লেওয়ানডোস্কি ও ফেরান তোরেস। আছেন ডি ইয়ং, ডেমবেলে ও রাফিনহারা। পরিসংখ্যান বলছে, সোসিয়েদাদের বিপক্ষে শতভাগ এগিয়ে কাতালানরা। তারপরও প্রতিপক্ষকে সমীহ করছেন বার্সা কোচ।বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেন, সুপার কাপে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দারুণভাবে খেলে আমরা শিরোপা জিতেছি। কিন্তু সেটা এখন অতীত আমাদের কাছে। এখন সামনের ম্যাচ নিয়ে চিন্তা করছি। লিগ দেরি আছে, তার আগে কোপা দেল রে’র এই ম্যাচ জিততে চাই আমরা। মৌসুমে অন্তত তিনটি শিরোপা জিততে চায় বার্সা।এদিকে একই সময় লিগ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে নটিংহ্যাম ফরেস্টের। দু’দলের সবশেষ ৫ দেখায় ৫টিতেই জিতেছে রেড ডেভিলরা। এ ম্যাচেও এগিয়ে থাকবে তারাই। তবে সাবধানী কোচ এরিক টেন হ্যাগ। হেলায় হারাতে চান না ট্রফি জয়ের সুযোগ।
এরিক টেন হ্যাগ বলেন, আমাদের সামনে ট্রফি জয়ের সুযোগ। যেটা আমরা চাইব কাজে লাগাতে। কিন্তু আপাতত ম্যাচ বাই ম্যাচ ভাবছি। নটিংহ্যামের বিপক্ষে দুই লেগের ম্যাচ আছে। এখন আমরা প্রথম লেগ নিয়ে ভাবছি। বেশিদূর ভেবে মনোযোগ নষ্ট করতে চাইনা। শুধু এ ম্যাচটাই জিততে চাই।রাশফোর্ড, মার্টিনেজরা আছেন দারুণ ফর্মে। সঙ্গে ক্যাসেমিরো, এরিকসেনদের নিয়ে জয়ের ছক কষছে ম্যানচেস্টার ইউনাইটেড।