নিজ দেশের লিগ ছাড়াও ক্রিশ্চিয়ান খেলেছেন আইপিএল, পিএসএল, সিপিএলেও। এবার সব প্রকার ক্রিকেটকেই বিদায় জানাচ্ছেন তিনি। শনিবার (২১ জানুয়ারি) ক্রিশ্চিয়ান টুইটারে নিজের অবসরের কথা জানিয়ে লেখেন, ‘গতকাল ট্রেনিং সেশনে সিডনি সিক্সার্সের সতীর্থদের বলেছিলাম যে আমি বিবিএল মৌসুম শেষে খেলা থেকে অবসর নেব। ফাইনালের আগে আজ রাতে সিডনি স্ম্যাশ, হারিকেনসের বিরুদ্ধে আমাদের শেষ রাউন্ডের খেলা এবং তারপর ফাইনাল।’১৭ বছরের জমকালো ক্যারিয়ারের বিদায় জানানো এই অজি ক্রিকেটার ৪০৫ টি-টোয়েন্টি খেলে মোট ৫৮০৯ রান সংগ্রহ করেছেন এবং বল হাতে ২৮০টি উইকেট নিয়েছেন।
ক্রিশ্চিয়ান গত এক দশকে সারা বিশ্বে সাফল্য উপভোগ করেছেন। ২০১০ সাল থেকে, তিনি নয়টি ঘরোয়া টি-টোয়েন্টি শিরোপা জিতেছেন।