শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন

জমকালো ক্যারিয়ারের ইতি টানলেন ড্যান ক্রিশ্চিয়ান

  • আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৯৩ Time View

চলমান বিগ ব্যাশের পর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অল রাউন্ডার ড্যান ক্রিশ্চিয়ান। টুইটারে অবসরের কথা নিজেই জানান ৩৯ বছর বয়সী এই অজি ক্রিকেটার।অস্ট্রেলিয়ার সবচেয়ে অভিজ্ঞ টি-টোয়েন্টি ক্রিকেটার ড্যান ক্রিশ্চিয়ান জাতীয় দলের জার্সি গায়ে ২০টি ওয়ানডে আর ২৩টি টি-টোয়েন্টি খেলেছেন। কিন্তু অলরাউন্ডার ড্যান ক্রিশ্চিয়ানের মূল পরিচিতিটা বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগ খেলেই।

নিজ দেশের লিগ ছাড়াও ক্রিশ্চিয়ান খেলেছেন আইপিএল, পিএসএল, সিপিএলেও। এবার সব প্রকার ক্রিকেটকেই বিদায় জানাচ্ছেন তিনি। শনিবার (২১ জানুয়ারি) ক্রিশ্চিয়ান টুইটারে নিজের অবসরের কথা জানিয়ে লেখেন, ‘গতকাল ট্রেনিং সেশনে সিডনি সিক্সার্সের সতীর্থদের বলেছিলাম যে আমি বিবিএল মৌসুম শেষে খেলা থেকে অবসর নেব। ফাইনালের আগে আজ রাতে সিডনি স্ম্যাশ, হারিকেনসের বিরুদ্ধে আমাদের শেষ রাউন্ডের খেলা এবং তারপর ফাইনাল।’১৭ বছরের জমকালো ক্যারিয়ারের বিদায় জানানো এই অজি ক্রিকেটার ৪০৫ টি-টোয়েন্টি খেলে মোট ৫৮০৯ রান সংগ্রহ করেছেন এবং বল হাতে ২৮০টি উইকেট নিয়েছেন।

ক্রিশ্চিয়ান গত এক দশকে সারা বিশ্বে সাফল্য উপভোগ করেছেন। ২০১০ সাল থেকে, তিনি নয়টি ঘরোয়া টি-টোয়েন্টি শিরোপা জিতেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর