বিপিএলে নিজেদের ষষ্ঠ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ডমিনেটর্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করবে বরিশাল।ঢাকা একাদশ থেকে বাদ পড়েছেন তিনজন। এর মধ্যে আহমেদ শেহজাদ ইনজুরিতে পড়েছেন। অন্যরা হলেন: রবিন দাস ও আমির হামজা। তাদের পরিবর্তে দলে ঢুকেছেন উসমান গনি, আরাফাত সানি ও সালমান ইরশাদ।
বরিশালের একাদশে পরিবর্তন এসেছে মাত্র একটি। বাদ পড়েছেন ইব্রাহিম জাদরান। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন সাইফ হাসান।
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক, ইফতিখার আহমেদ, কামরুল ইসলাম, সাইফ হাসান, ফজলে রাব্বি, চতুরাঙ্গা ডি সিলভা, করিম জানাত, ও মোহাম্মদ ওয়াসিম। ঢাকা ডমিনেটর্স একাদশ
নাসির হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, জুবাইর হোসেন লিখন, আরিফুল হক, উসমান গনি, আরাফাত সানি, তাসকিন আহমেদ, মুক্তার আলি, সালমান ইরশাদ ও মুহাম্মদ ইমরান।