বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের আসন্ন উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বাতিলের ঘটনায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক ২টি রিট আবেদন শুনানী শেষ।
নির্বাচন কমিশনের আবেদন স্থগিত করে হিরো আলমের প্রার্থীতা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ।
বিচারপতি মোঃ খসরুজ্জামান ও বিচারপতি ইকবাল করিমের বেঞ্চ মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা ১২টায় এই রায় দেয়।
এর আগে আলোচিত অভিনেতা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম রায় ফিরর পেতে হাইকোর্টে রিট করেন। তার প্রেক্ষিতেই এই রায় আসলো। এর ফলে তিনি দুটি আসন থেকেই নির্বাচন করতে পারবেন।
এবি