ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে রিয়াল মাদ্রিদের এই দেখা হয়ে যাওয়াটাকে এভাবেও বলা যেতে পারে ‘এত কাছে তবু কত দূর’! আবার ভিন্নভাবে দেখলে বলা যায় আবেগের টানে ভালোবাসার কাছে ছুটে যাওয়া। রোনালদোর স্পেন ছাড়ার পর লস ব্ল্যাঙ্কোদের সঙ্গে এ এক আবেগঘন পুনর্মিলন।
শুধু আনচেলত্তি নন। মাদ্রিদের প্রতিটি কোচিং স্টাফের সঙ্গেই এদিন আবেগঘন সময় কাটিয়েছেন রোনালদো। রবার্তো কার্লোসকে কাছে পেয়ে তিনি যেন ফিরে গিয়েছিলেন পুরনো সময়ে। স্প্যানিশ সুপার কাপ ফাইনালের সুবাদেই তাদের এমন আনন্দ সময়।ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল বিশ্বে আইডল। অনেক তরুণ ফুটবলারই তাদের ভবিষ্যৎ কল্পনা করেন সিআরসেভেনের জায়গায়। রদ্রিগো তাদেরই একজন। মহাতারকাকে কাছে পেয়ে আবেগ সংবরণ করতে পারেননি তিনি। সেটা আবার শেয়ার করেছেন নিজের সামাজিক মাধ্যমেও।
শুধু রদ্রিগো নন। রিয়াল মাদ্রিদের জিম সেশনে পর্তুগিজ তারকা প্রবেশ করলে ভিনিসিউস, এডার মিলিতাওরাও সম্মান জানান তাকে। আদর্শকে কাছে পেয়ে তারা ধরে রাখেন সেই মুহূর্ত। ক্রিস্টিয়ানোও সবার সঙ্গে সময় কাটিয়েছেন সহাস্যে, ভালোবাসা নিয়ে।