দেয়া মাত্রই সেই স্ট্যাটাস মুহূর্তেই ভরে গেছে লাইক, শেয়ার আর ভক্তদের কমেন্টে। ভক্তদের কেউ লিখেছেন, দেখতে অসাধারণ লাগেছে। আবার কেউ লিখেছে, নতুন লুক।অনেকে অবশ্য মজা করে অনেক নেতিবাচক কমেন্টসও করেছে। তবে সেসব কমেন্টের থেকে ভালো কমেন্টের সংখ্যাই বেশি। হঠাৎ কেন দুবাই যাচ্ছেন এ নায়ক সে বিষয়ে কিছুই জানাননি তিনি।
তবে ধারণা করা হচ্ছে, দুবাইয়ে অনুষ্ঠিত ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নিতেই সেখানে পাড়ি জমিয়েছেন তিনি। আগামী ১৫ জানুয়ারি দুবাইয়ের আজমানে বসতে চলেছে এ আসর।যেখানে অংশ নিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। শাকিব, পূজা চেরির পাশাপাশি এ অনুষ্ঠানে আরও থাকছেন চিত্রনায়ক শরিফুল রাজ ও আলোচিত চিত্রনায়িকা পরীমনি।
তারকাদের মধ্যে আরও থাকছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, তমা মির্জা, পরিচালক রায়হান রাফী, উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।