শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন

যেসব কারণে স্বর্ণের দাম আকাশছোঁয়া

  • আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৩৩ Time View

প্রধান আন্তর্জাতিক মুদ্রার মান সর্বনিম্নে নেমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েই চলেছে। মূল্যবান এই ধাতুটির বাজারদর ৮ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিজনেস রেকর্ডার এবং সিএনবিসি বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে একটি প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামীতে সুদের হার কমানোর আভাস দিয়েছে। এতে দেশটির মুদ্রা ডলারের তেজ কমছে। এরই মধ্যে প্রধান আন্তর্জাতিক মুদ্রাটির মান ৭ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। মূলত এই কারণে বিশ্ববাজারে স্বর্ণের দর বাড়ছে। এছাড়া আরও বিভিন্ন কারণে স্বণের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (১০ জানুয়ারি) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৮৭৬ ডলার ৩৯ সেন্টে। গত ৯ মে’র পর যা সর্বোচ্চ। আগের দিন (সোমবার) যা ছিল ১৮৭৩ ডলার ৭২ সেন্ট। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি যার দাম নিষ্পত্তি হয়েছে ১৮৮১ ডলার ৯০ সেন্টে। গত ৯ জানুয়ারি যা ছিল ১৮৭৭ ডলার ৪০ সেন্ট।

দ্রুতগতিতে স্বর্ণের দাম বাড়ছে বলে জানিয়েছেন, ওএএনডিএ’র জ্যেষ্ঠ বিশ্লেষক এডওয়ার্ড মোয়া।

তিনি বলেন, বর্তমানে ইউএস ইল্ড নিম্নমুখী রয়েছে। সেটা অব্যাহত থাকলে স্বর্ণের জন্য ইতিবাচক হবে। বুলিয়ন মার্কেট চাঙা থাকবে।

বিশ্ব মুদ্রাবাজারে ডলারের মূল্য কমছে। কঠোর মুদ্রানীতি থেকে সরে এসেছে ফেড। তবে মূল্যস্ফীতি প্রতিবেদনে প্রকাশের আগে গুরুত্বপূর্ণ ধাতুটির দর ব্যাপক ঊর্ধ্বমুখী হবে না। গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত প্রতি আউন্সের মূল্য ২৫০ ডলার বেড়েছে। সেসময় দাম ছিল ১ হাজার ৬৫০ ডলার।

গত নভেম্বর থেকে প্রথমবারের মতো ১৮০০ ডলারে ওপরে ওঠে দামি ধাতুটির দাম। সামনে যা ১৯১৫ থেকে ১৯২০ ডলারে উঠতে পারে বলে জানিয়েছেন, কিনেসিস মানির এক্সটার্নাল বিশেষজ্ঞ কার্লো আলবার্তো ডি কাসা।

বর্তমানে ডলার সূচক ১০২ থেকে ১০৩ এর মধ্যে ওঠা-নামা করছে। ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ আকর্ষণীয় হয়ে উঠেছে।

এদিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে বাংলাদেশেও। এই মুহূর্তে দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্যে বিক্রি হচ্ছে মূল্যবান ধাতুটি। ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে গ্রাহকদের খরচ করতে হচ্ছে ৯০ হাজার ৭৪৬ টাকা।

বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ ধাতুটি দাম বাড়ছে। সেই সঙ্গে দেশে তেজাবী স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী রয়েছে। সে কারণে স্থানীয় মার্কেটে এই ধাতবের দর বাড়ছে বলে জানিয়েছেন, বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান।

কেএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর