বিপিএলে অপয়া সিলেট। যখন যে হাতে নিয়েছে এর দায়িত্ব। সেই ভুগেছে বাজেভাবে। তাই তো, ফ্রাঞ্চাইজি ভাগাভাগির সময়ে যখন মাশরাফীর ভাগ্যে জুটল সিলেট, তখন হায় হায় পড়ে গিয়েছিল ক্রিকেট পাড়ায়। সবার ধারণা ছিল, এবার হয়তো ক্যাপ্টেন ফ্যান্টাসটিকের কপাল পোড়াবে অপয়া সিলেট। কিন্তু হলো ঠিক তার উল্টো। নড়াইল এক্সপ্রেস দেখিয়ে দিলেন তার ম্যাজিকে কুপোকাত সব দুর্ভাগ্য। তিন ম্যাচে তিন জয়ে টেবিলের শীর্ষে এখন ১২ আউলিয়ার শহর।
ম্যাজিকে বিশ্বাস করেন কি না সেটা বলেননি মাশরাফীর অর্ধাঙ্গিনী। তবে ম্যাশের কাছে যে বিশেষ কোনো ক্ষমতা রয়েছে, তা মেনে নিয়েছেন। না হলে, এ বয়সে এবং এই ফিটনেস নিয়েও বিপিএল মানেই কেন হবে মাশরাফীর জয়জয়কার।সুমির ভাষায়, ‘তার কাছে ঈশ্বরপ্রদত্ত কিছু একটা আছে বা ওর কনফিডেন্সের কারণেই হয়তো সব সম্ভব হয়। লিডারশিপ একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস বলে মনে করি। সে ক্ষেত্রে বাংলাদেশের দর্শক যেটা ভাবছে, সবাই যেটা ভাবছে, আমিও সেটাই বলব। মাঠে আসলাম, দেখলাম। বাসায় যতটা পারি মেন্টাল সাপোর্ট দেই। সাপোর্টটা আসলে গুরুত্বপূর্ণ। মাঠে থেকেই দিতে হবে এমন নয়, শান্তিটাই আসল।’