শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

অনুশীলনে অনুপস্থিত সাকিব

  • আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২২০ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হচ্ছে ৬ জানুয়ারি। এবারের আসরকে সামনে রেখে আজ (২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছে ফরচুন বরিশাল। তবে প্রথম দিনে দলীয় অনুশীলনে দেখা যায়নি দলটির অধিনায়ক সাকিব আল হাসানকে। এদিন বিশ্রামে ছিলেন এই টাইগার ক্রিকেটার।

সোমবার (২ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করেছে ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা। এদিন মাঠে ছিলেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজসহ অনেকেই। বল হাতে মাঠে কসরত করেছেন পেসার কামরুল ইসলাম রাব্বি, খালেদ আহমেদ ও এবাদত হোসেনরা।

বিপিএলের এবারের আসরে আগামী ৭ জানুয়ারি সিলেট স্টাইকার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সাকিবরা। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।

ফরচুন বরিশাল

সরাসরি চুক্তি : সাকিব আল হাসান, রাহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ ওয়াসিম (পাকিস্তান), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), ইফতেখার আহমেদ (পাকিস্তান), নাভিন উল হক (আফগানিস্তান), উসমান কাদির (পাকিস্তান), কুশল পেরেরা (শ্রীলঙ্কা), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান) ও করিম জানাত (আফগানিস্তান)।

ড্রাফট : মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, হায়দার আলি (পাকিস্তান), চতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), সৈয়দ খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজী অনিক, সানজামুল ইসলাম, সালমান হোসেন ইমন।

এবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর