শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা মারা গেছেন

  • আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ২০১ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ১০০ বছর। খবর এনডিটিভির।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, দুদিন আগে স্বাস্থ্যের অবনতি হওয়াই আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছিল হীরাবেন মোদিকে। সেখানেই রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়।

ইউএন মেহতা ইনস্টিটিউট অব কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টার এক বিবৃতিতে জানায়, শ্রীমতি হীরাবেন মোদি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান। মায়ের মৃ্ত্যুর খবর পেয়ে প্রধানমন্ত্রী মোদি দিল্লি থেকে গুজরাটের উদ্দেশে রওনা দিয়েছেন।

মায়ের প্রয়াণের খবর নিজেই টুইট করে জানিয়েছেন নরেন্দ্র মোদি। টুইট বার্তায় তিনি বলেন, ‘মহিমান্বিত একশটি বছর পর ভগবানের পদতলে শ্রদ্ধায় অবনত হয়ে বিশ্রাম নিতে গিয়েছেন মা।’

মায়ের জীবন এবং উৎসর্গের মানসিকতা তার মন, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস তৈরিতে বিশেষ অবদান রেখেছে বলে ১৮ জুন মায়ের ৯৯তম জন্মদিনে লেখেন নরেন্দ্র মোদি। মোদি লেখেন, ‘অসাধারণ হলেও আমার মা ছিলেন একজন সাধারণ নারী। আর সব মায়ের মতোই।’

ডিসেম্বরের ৪ তারিখে নরেন্দ্র মোদিকে নিজ রাজ্য গুজরাটের বিধানসভা নির্বাচনের সময় সবশেষ মায়ের সঙ্গে দেখা গিয়েছিল। হীরাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছোট ভাই ও তার পরিবারের সঙ্গে থাকতেন।

এদিকে, বিভিন্ন রাজনীতিবিদ ও মন্ত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

টিএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর