শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

কম্বোডিয়ায় হোটেল-ক্যাসিনোতে আগুন, নিহত ১০

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৭৮ Time View

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহর পোয়েপেটে একটি হোটেল-ক্যাসিনো ভবনে আগুন লেগে অন্তত ১০ জনের মৃত্যু এবং ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় কম্বোডিয়ান পুলিশের একটি রিপোর্টের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় বুধবার (২৮ ডিসেম্বর) আনুমানিক সাড়ে ১১টায় দেশটির থাইল্যান্ডের সঙ্গে লাগোয়া সীমান্তে পোয়েপেট শহরের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেল-ক্যাসিনোতে আগুন লাগে।

পুলিশ জানায়, ভবনটিতে যখন আগুন লাগে তখন প্রায় ৪০০ লোক ভেতরে ছিলেন। তাদের মধ্যে থাইল্যান্ডের অনেক নাগরিকও ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভবনের ওপর তলা থেকে লোকজনকে লাফিয়ে পড়তে দেখা গেছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে চেষ্টা করছে কর্তৃপক্ষ।

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনকে থাইল্যান্ডের সা কাইও প্রদেশের হাসপাতালে পাঠানো হয়েছে।

পোয়েপেট থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যবর্তী একটি শহর। শহরটি ক্যাসিনোর জন্য জনপ্রিয়। থাইল্যান্ডে জুয়া খেলা নিষিদ্ধ বলে অনেক থাই নাগরিক শহরটিতে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর