সোমবার, ০৮ জুলাই ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন

গ্রেনেড হামলায় পাকিস্তানে ৬ সেনা নিহত

  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ২৬ Time View

একাধিক বিস্ফোরণে কেঁপে উঠে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ। এসময় বেলুচিস্তানে সেনা টহলের সময় বিস্ফোরণে ৬ জন সেনা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১৭ জন।

রোববার (২৫ ডিসেম্বর) বেলুচিস্তানের কোহলু জেলার কাহান এলাকায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ফেটে এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, গত শনিবার থেকে জঙ্গি দমন অভিযান চালানো হচ্ছিল। কোহলু জেলার কাহান এলাকায় সেনার টহলের কাছেই এ বিস্ফোরণ ঘটে।

অন্যদিকে কোয়েটা শহরেও হামলা হয়েছে। শহরের উপনগরী এলাকায় অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি পুলিশ চৌকি লক্ষ্য করে গ্রেনেড ছোড়েন।

এ ঘটনায় তিন পুলিশকর্মীসহ আটজন জখম হয়েছেন। এ হামলার আগে কোয়েটায় গ্রেনেড বিস্ফোরণ ঘটে। সেই হামলায় আরও চারজন জখম হয়েছেন।

হামলার নিন্দা করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস। শহরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে গত শুক্রবার ইসলামাবাদে বিস্ফোরণ ঘটে। সেই হামলায় এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল। জখম হন আরও কয়েকজন। মাত্র দুদিনের মধ্যেই পাকিস্তানে আবার বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ বাড়ল দেশটির প্রশাসনের।

টিএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category