শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে তুষারঝড়: ২৪শ’ ফ্লাইট বাতিল, জরুরি অবস্থা জারি

  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২২ Time View

গত চার দশকের মধ্যে এবার যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ ঠাণ্ডার মধ্যে বড়দিন পালিত হবে। কারণ গত সপ্তাহ থেকে দেশটিতে ভয়াবহ তুষারঝর দেখা দিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে। খবর বিবিসি

বর্তমানে যে হারে তুষারঝর চলছে তা বেড়ে গিয়ে শুক্রবার (২৩ ডিসেম্বর) আরও ভয়াবহ আকার ধারণ করেছে। যাকে বলা হচ্ছে “বোম সাইক্লোন”।

যুক্তরাষ্ট্র ও কানাডায় বইছে তুষারঝড়। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন বহু মানুষ। ভারী তুষারপাত ও বরফের কারণে বাতিল হয়েছে কয়েক হাজার ফ্লাইট। জারি হয়েছে জরুরি অবস্থা।

বরফের চাদরে ঢাকা পড়েছে বিস্তীর্ণ এলাকা। শীতকালীন ঝড়ের কবলে পড়ে যুক্তরাষ্ট্র এবং কানাডার জনজীবন স্থবির হয়ে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, এক ফুটের বেশি তুষারপাত হতে পারে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সেবা কেন্দ্রের তথ্য বলছে, আগামী দুই দিন দেশটির পূর্বাঞ্চলের এক-তৃতীয়াংশেরও বেশি এলাকায় শীতকালীন ঝড় বইবে। বৈরী আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রে কমপক্ষে ২ হাজার ৪শ’টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ইতোমধ্যে ৩৭টি রাজ্যের ৯ কোটি মানুষকে প্রচণ্ড ঠাণ্ডা সম্পর্কে সতর্ক করা হয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের প্রায় ৮০ শতাংশ মানুষকে সাব-জিরো তাপমাত্রা সম্পর্কে সতর্ক করা হয়েছে। যার মধ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাসও রয়েছে।

সংকট মোকাবেলায় ভার্জিনিয়া, জর্জিয়া এবং উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এসব এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগুলো ক্ষতির মুখে পড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, কানাডার ওন্টারিও প্রদেশে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী টরোন্টোতে সাত ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

দেশটির হাইওয়ে পেট্রল জানিয়েছে, শত শত দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। কিছু এলাকায় বন্যার পূর্বাভাসও জারি করা হয়েছে।

টিএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category