শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

সুষ্ঠু নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি হবে: সিইসি

  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১০৩ Time View

বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সকল দলের অংশগ্রহনে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা আশাবাদী। নির্বাচনের আগে আমাদের রাজনৈতিক পরিবেশটা একটু উত্তপ্ত হয়ে ওঠে সবসময়। এতে হতাশ হওয়ার কিছু নাই। রাজনৈতিক কোনো দূরত্ব থাকলে নির্বাচন আসতে আসতে সেই দূরত্ব কমে আসবে এবং সুষ্ঠু নির্বাচনের একটি অনুকূল পরিবেশ তৈরি হবে বলে আমি মনে করি এবং এই মুহুর্তে ৫০-৬০টি আসনে ইভিএমে নির্বাচন সম্পন্ন করতে পারবো এই সক্ষমতা আমাদের নির্বাচন কমিশনের রয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ১টায় মির্জাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা,স্থাণীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও নতুন ভোটারদের হাতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে দিয়ে বিতরন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মোঃ জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য দেন-জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির, প্রকল্প পরিচালক (আইডিইএ) বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসানাত মোহাম্মদ সায়েম, বরিশাল রেঞ্জের ডিআইজি এস.এম আক্তারুজ্জামান, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম, পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম(বিপিএম, পিপিএম), মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বক্কর সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ গাজী আতহার উদ্দিন আহমেদ,বীর মুক্তিযোদ্ধা মোঃ সুলতান আহমেদ, প্রধান শিক্ষক মোঃ আবদুল জলিল ও ইউপি চেয়ারম্যান এ্যাড. মোঃ আবুল বাসার নাসির প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষকবৃন্দ, সুশীল সমাজ, ইলেকট্র্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, নতুন ভোটারগণ, সরকারী-বেসরকারী অফিসের বিভিন্ন পদবীর কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন অফিসার মো. গোলাম মস্তফা জানান, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধি সহ উপজেলায় মোট ৪’শত ভোটারের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকী ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category