ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন বলছে, ইমরান খান ঘোষণা দিয়েছেন, তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশের প্রাদেশিক পরিষদ আগামী ২৩ ডিসেম্বর ভেঙে দেয়া হবে। যাতে সুষ্ঠু নতুন নির্বাচনের পথ প্রশস্ত করা যায়।
এই ঘোষণা দেয়ার পর ইমরান খান বলেন, ‘আমাদের ভয় হচ্ছে, যদি যথাসময়ে সুষ্ঠু নির্বাচন না হয় তবে পাকিস্তান ডুবে যাবে এবং ডুবে যাচ্ছে।’ এ সময় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ এলাহী এবং খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান তার পাশে বসা ছিলেন।
ইমরান খান এ সময় দেশবাসীর প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, এখন ধৈর্যহারা হওয়ার মানে হলো সমাজের প্রতি আমাদের যে কর্তব্য তা থেকে পালিয়ে যাওয়া। তিনি বলেন, ‘এই সরকারকে নির্বাচনের মাধ্যমেই শিক্ষা দেয়া হবে এবং এমন শিক্ষা দেয়া হবে যাতে ইতিহাসের পাতা থেকে এসব চোরের নাম চিরতরে মুছে যায়।’