বুধবার, ০৩ জুলাই ২০২৪, ০৩:৪৭ পূর্বাহ্ন
Title :
চীনা কোম্পানির বিক্রি বেড়েছে ২১ শতাংশ, চ্যালেঞ্জের মুখে টেসলা আগামীতে পণ্যভিত্তিক মেলা হবে:বাণিজ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে বোমা উদ্ধার যুক্তরাজ্যে নির্বাচন ঘিরে আশাবাদী অভিবাসী ভোটাররা ঘুমের কারণে ভারত ম্যাচ মিস করেন তাসকিন, চেয়েছেন ক্ষমা ভারতে নতুন আইন কার্যকর:শিশু ধর্ষণে মৃত্যুদণ্ড, বিয়ের আশ্বাসে যৌন সম্পর্কে ১০ বছরের সাজা পেনাল্টি মিস করে শিশুর মতো কান্না রোনালদোর, কাঁদলেন মা-ও ভারতে মোদী সরকারের নতুন ৩ আইন নিয়ে এত বিতর্ক কেন? শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিলের আন্দোলন অযৌক্তিক:অর্থমন্ত্রী কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

ক্রিসমাসেও যুদ্ধ বন্ধ করা হবে না: রাশিয়া

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ২৬ Time View

ক্রিসমাস দিবসেও ইউক্রেনে যুদ্ধ বন্ধ করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। যেহেতু ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি তাই রাশিয়াও এই বিষয়ে কিছু ভাবছে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আহ্বানের জবাবে রাশিয়া এই অবস্থান ব্যক্ত করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, চলতি সপ্তাহের শুরুর দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্রিসমাস উপলক্ষে রাশিয়ার প্রতি ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানান।

সেনা প্রত্যাহারে আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেছিলেন, ‘ক্রিসমাস এগিয়ে আসছে। এখন অন্তত ক্রিসমাসকে কেন্দ্র করে রাশিয়া সেনা প্রত্যাহার করে প্রমাণ করতে পারে যে, তারা আগ্রাসনের পক্ষে নয়।’

ইউক্রেনের প্রেসিডেন্টের এই আহ্বানের জবাবে ক্রেমলিনের ‍মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘মস্কো কারো কাছ থেকে ক্রিসমাসে যুদ্ধ বন্ধ করার বিষয়ে কোনো প্রস্তাব পায়নি। এই বিষয়টি আমাদের আলোচনার টেবিলেও নেই।’

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় (১৪ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, ‘যুদ্ধক্ষেত্রে কোনো শান্তি নেই। এ সময় তিনি রাশিয়ার গোলন্দাজ বাহিনীর হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে উল্লেখ করে বলেন, ‘শহরগুলোতে কেবল ধ্বংসাবশেষ এবং গর্ত অবশিষ্ট রয়েছে।’

এদিকে ইউক্রেনে যুদ্ধ অব্যাহত রাখতে পুতিন প্রশাসন আগামী বছর প্রতিরক্ষা, নিরাপত্তা ও আইন প্রয়োগে মোট বাজেটের ৩০ শতাংশ ব্যয়ের পরিকল্পনা করছে বলে জানিয়েছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে আগামী বছরও যুদ্ধ বন্ধের সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে নতুন প্রজন্মের অস্ত্র উৎপাদনের কথা জানিয়েছে রাশিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category