সোমবার, ০১ জুলাই ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন

বিএনপি কোনো জোটে নেই, আন্দোলন হবে যুগপৎ: মির্জা ফখরুল

  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৪ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি এখন আর কোনো জোটে নেই। তবে সমমনা দলগুলোর সঙ্গে দলটি যুগপৎ আন্দোলন করবে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে বিদেশি একটি সংবাদমাধ্যমের বাংলাদেশ প্রতিনিধি জানতে চান, নয়াপল্টনের ঘটনা এবং গণসমাবেশ ঘিরে বিএনপির শরিকদলগুলোর অবস্থান কী? জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের কোনো জোট নেই। আমরা বলেছি, অন্য দলগুলো গণতন্ত্রের জন্য তাদের নিজস্ব কর্মসূচি পালন করবে। এসব কর্মসূচি পালিত হবে একইসঙ্গে, যাকে আমরা যুগপৎ বলে থাকি। সবাই নিজের পছন্দের এলাকা বা অফিসে কর্মসূচি পালন করবে।’

সমমনা দলগুলো কী তাহলে ১০ ডিসেম্বর আলাদা আলাদা সমাবেশ করবে- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, ‘যুগপৎ আন্দোলন মানেই এটা।’

ফখরুল বলেন, ‘১০ ডিসেম্বর আমাদের লাস্ট ডিভিশনাল প্রোগ্রাম (শেষ বিভাগীয় গণসমাবেশ)। এখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি ও দাবি তুলে ধরবো। প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদের বিলুপ্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানাবো। এ দাবিতে সেদিন আন্দোলনের নতুন কর্মসূচি আসবে।’

গণসমাবেশ ঘিরে কোনো বিশৃঙ্খলা হলে তার দায় সরকারকে নিতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘বিরোধী দল ও জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার দায়িত্ব সরকারের। সেদিন শান্তিপূর্ণ কর্মসূচি করার সব ধরনের ব্যবস্থা তাদেরই করতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category