সোমবার, ০১ জুলাই ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন

২০২৩ সালের প্রথম ছবিটি হতে পারে আলোচিত

  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৩০ Time View

গত বছর মুক্তি পেয়েছিল ‘মিশন এক্সট্রিম’। জঙ্গিবাদ দমনের গল্পে এই ছবি প্রথম পার্টে কিছুটা রহস্য রেখেই শেষ হয়। তখন জানানো হয়েছিল, দ্বিতীয় পার্ট আসবে, নাম ‘ব্ল্যাক ওয়ার’।

এবার সেই অংশের টিজার উন্মুক্ত হলো। প্রকাশিত টিজার বলে দিচ্ছে, রহস্য, সাসপেন্ট, অ্যাকশন, থ্রিলারে ভরপুর ‘ব্ল্যাক ওয়ার’ নতুন বছরের প্রথম ছবি হিসেবে আলোচিত হতে পারে! দর্শকের ধারণা এমনটাই। টিজার দেখে তারা এমনটাই আশা প্রকাশ করছেন।

ইউটিউব ও ফেসবুকে টিজার দেখে এক্সাইটমেন্ট প্রকাশ করে কেউ কেউ লিখছেন, পুরা আগুন! আবার কেউ লিখছেন, ‘জোশ!’ কেউ বলছেন, ‘মাইন্ড ব্লোয়িং, বুম! সত্যিই নতুন বছরের শুরুতে আমরা ঠিকঠাক মুভি পেতে যাচ্ছি।’ এমন বহু মন্তব্যে আগ্রহ বাড়িয়েছে টিজার।

সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি পাবে ২০২৩ সালের প্রথম শুক্রবার (৬ জানুয়ারি)। ছবিটি নিয়ে নির্মাতা সানী সানোয়ার আগেই জানিয়েছেন, প্রথম পর্বের সাফল্যের পর আমরা ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পার্ট ‘ব্ল্যাক ওয়ার’ নিয়ে হাজির হচ্ছি, এটা সত্যি আনন্দের।

তিনি আরও বলেন, চলতি বছর ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি দেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু এই ছবিটি টেকনিক্যালি অনেক উন্নতমানের। সবকাজ শেষ করতে না পারায় সময় নিতে হল। আমরা চাই দর্শককে পরিপূর্ণ ছবি দেখাতে। নতুন বছরের প্রথম শুক্রবারেই ‘ব্ল্যাক ওয়ার’ মহাসমারোহে মুক্তি দিতে যাচ্ছি।

এতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। টিজারে তার সুঠাম দেহের উপস্থিতি নজর কেড়েছে। আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ।

এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বহু দেশে একযোগে ছবিটি মুক্তি দেয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category