বইপাড়াখ্যাত কলকাতার কলেজ স্ট্রিটে এবারের মেলা হওয়ায়, রাজধানীর বাইরের পাঠকরাও পাচ্ছেন বাংলাদেশি বই কেনার এমন ভিন্ন আয়োজনের স্বাদ নেয়ার সুযোগ। তাই শুধু ঘুরে বেড়ানো নয়; মেলা দেখতে এসে ব্যাগভর্তি করে বই কিনেও ফিরছেন ক্রেতারা।
পাশাপাশি বাংলাদেশি প্রকাশক-লেখকদের সঙ্গে আড্ডা দেয়ার বিরল সুযোগ লুফে নিতে কলকাতার উঠতি প্রজন্মের লেখকরাও ভিড় জমাচ্ছেন এ বইমেলায়।
মেলার প্রতিদিনের আয়োজনে সোমবারও (৫ ডিসেম্বর) ছিল ‘ফিরে দেখা একাত্তর’ শিরোনামে আলোচনা সভা। এতে অংশ নেন টিভি ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কলকাতার বর্ষীয়ান সাংবাদিক মানস ঘোষ, লেখক গবেষক মফিদুল হক, কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুরসহ আরও অনেকে।
কলকাতার এ বাংলাদেশ বইমেলা চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত।