শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন

কলকাতায় জমে উঠেছে দশম বাংলাদেশ বইমেলা

  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২৮ Time View

কলকাতায় জমে উঠেছে দশম বাংলাদেশ বইমেলা। এবারের মেলা মধ্য কলকাতার বইপাড়াখ্যাত কলেজ স্ট্রিটে হওয়ায় একে অভাবনীয় সাফল্য বলছেন আয়োজকরা। প্রথম চার দিনেই বহু স্টলের বই শেষ হয়ে গেছে বলে দাবি প্রকাশকদের।সাপ্তাহিক ছুটির দিন বাদ দিলে কলকাতায় বাংলাদেশ বইমেলার শুরুর পর প্রথম তিন দিনে প্রত্যাশার চেয়েও বেশি বই বিক্রি করেছেন মেলায় অংশ নেয়া বাংলাদেশি প্রকাশকরা। একই সঙ্গে মেলায় সব ধরনের বাংলাদেশি বই পাওয়ায় খুশি স্থানীয় পাঠকরাও।

বইপাড়াখ্যাত কলকাতার কলেজ স্ট্রিটে এবারের মেলা হওয়ায়, রাজধানীর বাইরের পাঠকরাও পাচ্ছেন বাংলাদেশি বই কেনার এমন ভিন্ন আয়োজনের স্বাদ নেয়ার সুযোগ। তাই শুধু ঘুরে বেড়ানো নয়; মেলা দেখতে এসে ব্যাগভর্তি করে বই কিনেও ফিরছেন ক্রেতারা।

পাশাপাশি বাংলাদেশি প্রকাশক-লেখকদের সঙ্গে আড্ডা দেয়ার বিরল সুযোগ লুফে নিতে কলকাতার উঠতি প্রজন্মের লেখকরাও ভিড় জমাচ্ছেন এ বইমেলায়।

মেলার প্রতিদিনের আয়োজনে সোমবারও (৫ ডিসেম্বর) ছিল ‘ফিরে দেখা একাত্তর’ শিরোনামে আলোচনা সভা। এতে অংশ নেন টিভি ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কলকাতার বর্ষীয়ান সাংবাদিক মানস ঘোষ, লেখক গবেষক মফিদুল হক, কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুরসহ আরও অনেকে।

কলকাতার এ বাংলাদেশ বইমেলা চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর