শনিবার, ২৯ জুন ২০২৪, ০৩:৪৫ পূর্বাহ্ন

প্রতিমন্ত্রী চান সুদহার বাড়ুক, গভর্নর এখনই রাজি নন

  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৪০ Time View

পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম চান, ব্যাংকের আমানতের সুদের হার বাড়ুক। আর গভর্নর তাতে রাজি নন। গভর্নরের মতে, এখন সুদের হার বাড়ানোর ভালো সময় নয়।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) তিন দিনব্যাপী উন্নয়ন সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আজ বৃহস্পতিবার সরকারের দুই নীতিনির্ধারক সুদের হার সমন্বয় নিয়ে দুই রকম মত দেন। রাজধানীর লেকশোর হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রতিমন্ত্রী শামসুল আলম তাঁর বক্তব্যে বলেন, ব্যাংক খাতের সুদের হার এখন ১১-১২ শতাংশ করা যায় কি না, ভেবে দেখা উচিত। কারণ, মূল্যস্ফীতি ৮ শতাংশের বেশি। এতে ভোক্তা বা আমানতকারীদের ভোগান্তি বাড়ছে। তিনি মনে করেন, চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ শতাংশের বেশি থাকবে।

এর আগে একই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, মেয়াদি ও চলতি মূলধন ঋণে ৯ শতাংশ সুদহারের সীমা সমন্বয় করার এখন ভালো সময় নয়। অন্য যেকোনো সুবিধাজনক সময়ে এটি করা যাবে।তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category