শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

এক ব্যক্তিকে হত্যা, ৪৯ জনের ফাঁসি

  • আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১৪২ Time View

আলজিরিয়ায় জামেল বেন ইসমাইল নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে ৪৯ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে এক ব্যক্তিকে পিটিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ২০২১ সালে আলজিরিয়ায় এক ভয়াবহ দাবানল হয়। জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে সন্দেহভাজন ওই ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে মারা হয়।

পরে জানা যায়, নিহত ওই ব্যক্তি আগুন ছড়িয়ে দিতে নয়, বরং দাবানল মোকাবিলায় অন্যদের সহায়তা করতে ঘটনাস্থলে গিয়েছিলেন।

দাবানল ছড়িয়ে পড়ার পর একটি টুইট করেছিলেন নিহত ইসমাইল। সেখানে দাবানল মোকাবিলায় সহায়তা করতে ঘটনাস্থলে যাওয়ার বার্তা দেন তিনি।

রাজধানী আলজিয়ার্সের পূর্বে অবস্থিত ওই অঞ্চলটিই ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা। তবে কাবিলি অঞ্চল থেকে নিজের এলাকায় ফিরে আসার পরপরই স্থানীয়রা জামেলকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে।

সেসময় স্থানীয় দাবি করেন, জামেল নিজেই জঙ্গলে আগুন লাগিয়েছেন। এরপর গত বছরের ১১ আগস্ট গ্রাফিক ফুটেজ প্রচারিত হতে শুরু করে।

সেখানে দেখা যায়, বেন ইসমাইলকে আক্রমণ করা হয়েছে। তারপরেই অভিযুক্তদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে আদালত।

দেশটিতে ১৯৯৩ সাল থেকে মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও পরে এর ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। তাই ধারণা করা হচ্ছে এই সাজা কমিয়ে যাবজ্জীবন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর