শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় আইনমন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (ডিসি) মো. শাহগীর আলম, পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ-উল-আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে পূর্বনির্ধারিত বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন আইনমন্ত্রী আনিসুল হক।