বুধবার, ২৬ জুন ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন

ফেব্রুয়ারির মধ্যে আমরা ভালো জায়গায় চলে আসবো: ধর্ম প্রতিমন্ত্রী

  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২৮ Time View

দেশের অর্থনৈতিক অবস্থা আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে ভালো জায়গায় চলে আসবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

তিনি বলেন, ‘একদিকে করোনা, অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সব মিলিয়ে বিশ্বের অর্থনৈতিক অবস্থা টালমাটাল। যদি নতুন কোনো দুর্ঘটনা বা ঝামেলা না আসে তাহলে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা ভালো জায়গায় চলে যাবো।’

শনিবার (১৯ নভেম্বর) রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘হজ ও ওমরা মেলা ২০২২’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

হজযাত্রীদের জন্য আলাদা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার দাবির প্রসঙ্গে কথা বলে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘এটার (হজযাত্রীদের জন্য আলাদ ইনস্টিটিউট) প্রয়োজনীয়তা আছে। তবে সব জিনিস চাওয়ার ও বলার একটা সময় আছে। ফেব্রুয়ারিতে যখন পরিস্থিতি ভালো হবে, তখন আমি প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরবো।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশের উদ্যোগের ফলে হজযাত্রা নিয়মের মধ্যে এসেছে। হজযাত্রীদেরও ভোগান্তি কমেছে।’

হজ আইনের কারণে প্রতারণা কমেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আইন যখন হয় তখন এজেন্সির অনেকেই মনে কষ্ট পেয়েছেন। হাবের সভাপতি জেলায় জেলায় গিয়ে আপনাদের বুঝিয়েছেন। কিন্তু এখন তো কারও সমস্যা হচ্ছে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category