বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১:১১ অপরাহ্ন

ওজন কমিয়ে আলোচনায় ইলন মাস্ক, জানালেন উপায়

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৭৫ Time View

শীর্ষ ধনকুবের, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান, স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও টুইটারের নতুন মালিক ইলন মাস্ক একের পর আলোচনার জন্ম দিয়ে যাচ্ছেন। টুইটার কেনা ও কর্মী ছাঁটাই নিয়ে বেশ কয়েক দিন থেকেই খবরে আছেন মাস্ক। তবে এবার ব্যবসায়িক কারণে নয়, মাত্র ১৩ কেজি ওজন কমানোর কথা প্রকাশ করে আলোচনায় এলেন তিনি।

এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একজন ব্যবহারকারীর টুইটের জবাবে ইলন মাস্ক তাঁর ১৩ কেজি ওজন কমানোর কথা প্রকাশ করেছেন। ওজম কমাতে তিনটি বিষয় তাঁকে সহায়তা করেছে বলেও জানিয়েছেন।

মাস্ক বলেন, তিনটি বিষয় তাঁকে ওজন কমাতে সহায়তা করেছে। এই তিন বিষয় হলো—উপবাস, মুখরোচক খাবার কম খাওয়া ও ডায়াবেটিসের ওষুধ খাওয়া।

টুইটারে একজন নারী ব্যবহারকারী ইলন মাস্কের দুটি ছবি পোস্ট করে ওজন কমানোর রূপান্তর দেখিয়ে টুইটে লিখেছেন, ‘আপনি এক টন ওজন কমিয়ে ফেলেছেন, ইলন!এটা খুবই দুর্দান্ত কাজ, চালিয়ে যান।’ এর জবাবে মাস্ক লিখেছেন, ‘১৩ কেজির নিচে’।ইলন মাস্কের ১৩ ওজন কমানোর ছবি দেখে টুইটার ব্যবহারকারী অনেকেই বিস্মিত হয়েছেন। একজন কী উপায়ে ওজন কমিয়েছেন, তা মাস্কের কাছে জানতে চেয়েছেন। এর জবাবে মাস্ক বলেছেন, উপবাস, মুখরোচক খাবার কম খাওয়া ও ডায়াবেটিসের ওষুধ খাওয়া—এই তিন বিষয় একসঙ্গে করায় তা কাজ করেছে। তিনি সুস্থ্ও আছেন।

এরপরেই ব্যবহারকারীরা মাস্ককে অভিনন্দন জানাতে থাকেন। একজন লিখেছেন, ‘এটা কঠিন কাজ। কাজটি আপনি চালিয়ে যান, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবেন।’

গত কয়েক মাস আগে ইলন মাস্ক বলেছিলেন, তিনি জীবনধারায় পরিবর্তন আনতে যাচ্ছেন। গত ২৮ আগস্ট এক টুইটে তিনি বলেছিলেন, ‘একজন ভালো বন্ধুর পরামর্শে নিয়মিত উপবাস করছি এবং এতে সুস্থ বোধ করছি। জিরো ফাস্টিং অ্যাপটি বেশ ভালো।’গত আগস্টেই অস্ট্রেলিয়ার রেডিও স্টেশন কেআইআইএস এফএফে কাইলি অ্যান্ড জ্যাকি ও’র শোয়ে মাস্কের বাবা এরল মাস্ক বলেছিলেন, তাঁর ছেলে ‘মাত্রাতিরিক্ত খাবার খাচ্ছে’। ওজন কমানোর জন্য মাস্ককে ডায়েটের ওষুধ খাওয়া উচিত বলেও পরামর্শ দিয়েছিলেন তিনি|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর