শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

এখন থেকে মেসিকেই রোনালদোর উপরে রাখবেন শেরউড

  • আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১৬০ Time View

রেকর্ডের নোটবুকে দুজনের অবাধ বিচরণ। সেরাদের খাতায় এখানে ক্রিস্টিয়ানো রোনালদো তো অন্য জায়গায় লিওনেল মেসি। পায়ের জাদুতে মুগ্ধ করা দুজনেই আছেন ‘কে সেরা’ বিতর্কে। অনেকদূর গড়িয়ে যাওয়া তর্ক-বিতর্কে ভিন্ন জনের ভিন্ন মত থাকতে পারে। কিন্তু সিআরসেভেনকে এখন আর সর্বকালের সেরা বলতে চান না টিম শেরউড।

সাবেক টটেনহ্যামের কোচ বিরক্ত পর্তুগিজ মহাতারকার আচরণে। ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে ফাঁটানো বোমাটাই ৩৭বর্ষী তারকাকে মেসির সঙ্গে দৌঁড়ে পিছিয়ে দিয়েছেন বলে মনে করেন শেরউড। এমন কি এখন থেকে সর্বকালের সেরা প্রশ্নে তিনি মেসিকে বেছে নিতে বেশি পছন্দ করবেন।

ইউনাইটেড, কোচ এরিক টেন হ্যাগ ও ম্যানচেস্টারের প্রত্যাবর্তনের পর নানান বিতর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন রোনালদো। তাতে জলঘোলা কম হচ্ছে না। বিশ্বকাপকে নাকের দূরত্বে রেখে পর্তুগিজ সুপারস্টারের কাণ্ড শেরউডকে অবাক করে দিচ্ছে। তার মনে হচ্ছে রোনালদোর এমন অবস্থায় মেসি নিশ্চিত হাসছেন।

শেরউড বলেছেন, ‘আমি মনে হয় এসব কাণ্ড দেখে কাতারের ক্যাম্পে বসে লিওনেল মেসি হাসতেছেন। কারণ যখন কাউকে জিজ্ঞাসা করেবেন ফুটবলের সেরা খেলোয়াড় কে, তখন অবধারিতভাবে রোনালদো-মেসির নাম আসবে—অনেকটা টসের মত।’

রোনালদোর দেওয়া সাক্ষাৎকারটি সব বদলে দিছে বলে মানেন শেরউড। সম্পূর্ণ তথ্যের সত্যতা যাচাই না করে মন্তব্য জানাচ্ছে না ইংলিশ ক্লাব ইউনাইটেড। তবে ‘কে সেরা’ বিতর্কে রোনালদোকে এখন আর ভাববেন না স্পার্সদের সাবেক বস, ‘আমার অবচেতন মন এখন মেসিকেই সেরা বলে মানবে। যা সত্যি লজ্জার।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর