শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

ডিএনসিসি এলাকায় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

  • আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৪৯ Time View

রাজধানীর রায়ের বাজারে পরিত্যক্ত একটি মার্কেটের শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্বে দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ। এ বিষয়ে গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তি পাঠান ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমবার ২০০৬ সাল এবং দ্বিতীয়বার ২০১৯ সালে ঘোষিত পরিত্যাক্ত ভবনটির সামনের অংশে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়। দ্বিতীয় তলায় অনুমোদনবিহীন বর্ধিত অংশের দোকানসমূহ বন্ধ করে দেওয়া হয়।

অনুমোদনবিহীন অবৈধভাবে দ্বিতীয় তলায় যওয়ার জন্য নির্মিত র‍্যাম্পটি ভেঙ্গে দেওয়া হয়। এসময় উন্মুক্ত নিলামের মাধ্যমে পুরাতন রড ও কিছু সেড আটচল্লিশ হাজার টাকায় বিক্রি করা হয়।

পাশাপাশি পরিত্যক্ত ভবনটিতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সতর্কীকরণ বার্তা সংবলিত একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর