শনিবার (১২ নভেম্বর) কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বিপাশা।
মাস কয়েক আগেই বেশ কয়েকবার ঢিলেঢালা পোশাকে ক্যামেরায় ধরা পড়েছিলেন বিপাশা। এতে তার প্রেগন্যান্সির গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও সেসময় বিষয়টি নিয়ে মুখ খুলেননি তিনি।
তবে পরবর্তীতে আগস্ট মাসের মাঝামাঝিতে নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করে মা হতে যাওয়ার খবর প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী। এরপর থেকেই সন্তানের জন্য অপেক্ষার প্রহর গুনছিলেন বিপাশা-করণ দম্পতি।
২০১৫ সালে ‘অ্যালোন’ ছবিতে অভিনয় করার সময় একে অপরের প্রেমে পড়েন বিপাশা-করণ। ২০১৬ সালে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিপাশা। যার ছয় বছর পর সন্তানের মুখ দেখলেন এই তারকা দম্পতি। তাইতো খুশির জোয়ারে ভাসছে এখন দুই পরিবার।