বগুড়ায় প্রাইভেটকার চালক সবুজ খন্দকার হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত ওই গাড়ি। গাড়িটির মালিক ও চালক নিহত সবুজ খন্দকার নারায়ণগঞ্জ বন্দর এলাকার বাসিন্দা।
পুলিশের দাবি- ভাড়া নেওয়া প্রাইভেটকার ছিনতাই করতে বগুড়ায় চালককে হত্যারপর পুকুরে ফেলে দেয়া হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ বন্দর এলাকার হাজিপুর এলাকার আবুল কালাম আজাদ ওরফে বাবুল ও বগুড়ার দুপচাঁচিয়ার মাগুরা গ্রামের জহুরুল ইসলাম। তাদের বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গত ৩ নভেম্বর রাত ৮টায় আসামিরা তিন দিনের জন্য একটি প্রাইভেটকার ভাড়া নেয়। সোনারগাঁর মদনপুর এলাকা থেকে বগুড়ায় যাওয়ার জন্য গাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল।
তিনি জানান, রাতের খাবারের আমন্ত্রণ জানিয়ে ৬ নভেম্বর আজাদ তার বগুড়ার ভাড়া বাড়িতে সবুজ খন্দকারকে ডেকে নেন। সেখানে তাকে হত্যা করা হয়। পরে ওই চালকের মরদেহ বস্তাবন্দি করে বেলোহালি স্কুলের পেছনে পুকুরের পানিতে ফেলে দেয়া হয়। ৮ নভেম্বর সকাল ৯টার দিকে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।এ ঘটনায় দুপচাঁচিয়া থানা পুলিশ তদন্ত শুরু করে।পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, নিহত ব্যক্তির মোবাইল ফোন ও পায়ের স্যান্ডেল গ্রেপ্তার আজাদের ভাড়া বাড়িতে পাওয়া গেছে। এ ছাড়া চৌমুহনী এলাকার তাওসিফ ফিলিং স্টেশন থেকে নিহতের প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
কেএস