বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন
Title :
চীনা কোম্পানির বিক্রি বেড়েছে ২১ শতাংশ, চ্যালেঞ্জের মুখে টেসলা আগামীতে পণ্যভিত্তিক মেলা হবে:বাণিজ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে বোমা উদ্ধার যুক্তরাজ্যে নির্বাচন ঘিরে আশাবাদী অভিবাসী ভোটাররা ঘুমের কারণে ভারত ম্যাচ মিস করেন তাসকিন, চেয়েছেন ক্ষমা ভারতে নতুন আইন কার্যকর:শিশু ধর্ষণে মৃত্যুদণ্ড, বিয়ের আশ্বাসে যৌন সম্পর্কে ১০ বছরের সাজা পেনাল্টি মিস করে শিশুর মতো কান্না রোনালদোর, কাঁদলেন মা-ও ভারতে মোদী সরকারের নতুন ৩ আইন নিয়ে এত বিতর্ক কেন? শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিলের আন্দোলন অযৌক্তিক:অর্থমন্ত্রী কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

বিশ্বসেরাদের সঙ্গে আমিরাতের তরুণ ক্রিকেটারদের খেলার সুযোগ

  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৩৪ Time View

আসছে জানুয়ারিতে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি লিগ। ছয় দল ও ৩৪ ম্যাচের এই টুর্নামেন্টে বিদেশি তারকাদের সঙ্গে খেলার সুযোগ মিলবে দেশটির বিভিন্ন পর্যায়ের প্রতিভাধর ক্রিকেটারদেরও।আসন্ন এই টুর্নামেন্ট মাতাবেন আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার, মঈন আলি ও ওয়ানিন্দু হাসারাঙ্গারার মতো তারকা ক্রিকেটাররা। শুধু আন্তর্জাতিক তারকাই নয়, তাদের সঙ্গে খেলবেন আমিরাতের স্থানীয় ক্রিকেটাররাও।

প্রতি দলে অন্তত চারজন স্থানীয় ক্রিকেটারকে নিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। এর মধ্যে দুজনকে খেলাতে হবে একাদশে। ক্রিকেটারদের খুঁজতে ইতোমধ্যে এ নিয়ে ট্রায়ালও শুরু করেছে দলগুলো।

এ টুর্নামেন্ট নিয়ে এমিরেটস ক্রিকেটের ডিরেক্টর অব ক্রিকেট ও হেড কোচ রবিন সিং গণমাধ্যমকে বলেন, আমাদের অসাধারণ কিছু প্রতিভা আছে। যাদের এখনও বিশ্ব জানেনি। আমরা বিশ্বাস করি আমিরাতের ক্রিকেটারদের ক্রিকেটের সেরা কিছু ক্রিকেটারের সঙ্গে অনুশীলন ও খেলার সুযোগ করে দিচ্ছি। ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছে আমি কৃতজ্ঞ ও তাদের নিয়ে গর্বিত এমন সুযোগ দেয়ায়।’

আইএল টি-টোয়েন্টি লিগের অন্যতম দল ডেসার্ট ভাইপারসের ডিরেক্টর অব ক্রিকেটার টম মুডি বলেন, আমরা ট্রায়াল করছি কারণ যারা স্পটলাইটের বাইরে আছে তাদের যেন একটা সুযোগ হয়। জাতীয় দলে খেলা ক্রিকেটারদের সঙ্গে আমরা অনূর্ধ্ব-১৯ এর ক্রিকেটারদেরও দেখছি। আমাদের চারজনকে নিতে হবে, যাদের ‍দুইজন একাদশে খেলবে। তাই এটা গুরুত্বপূর্ণ।গত বছর আমিরাতের হয়ে অভিষেক হওয়া ২১ বছর বয়সী সঞ্চিত শর্মা বলেন, টম মুডির মতো কোচের কাছে এসে নিজেকে মেলে ধরতে পারা আমাদের জন্য অনেক বড় সুযোগ। জীবনে এমন সুযোগ বারবার আসে না। টম মুডি আমার প্রিয় কোচ, আশা করি তার দলে সুযোগ পাবো।’

আমিরাতের এই টি-টোয়েন্টি লিগ নিয়ে ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান বলেন, আমিরাতকে অভিনন্দন তাদের নিজস্ব লিগের জন্য। আমি আশা করি এই টুর্নামেন্ট ইউএইর অনেক তরুণ ক্রিকেটারকে সুযোগ দেবে। এখানকার আবহাওয়া ভালো আর মাঠের সুযোগ-সুবিধাও দারুণ। ইউএই ক্রিকেটের অন্যতম পছন্দের গন্তব্য।টুর্নামেন্টে অংশ নেয়া ছয়টি দল হচ্ছে- আবুধাবি নাইট রাইডার্স, ডেসার্ট ভাইপারস, দুবাই ক্যাপিটালস, গলফ জায়ান্টস, এমআই এমিরেটস ও শারজাহ ওয়ারিয়ার্স। শীর্ষ তারকাদের সঙ্গে আমিরাতের স্থানীয় ক্রিকেটারদের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলগুলো। খেলাগুলো দেখা যাবে বিশ্বের বিভিন্ন টিভি চ্যানেলেও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category