অগ্নিকাণ্ডের খবরে সিরাজগঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর, তাড়াশ ও পাবনা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। মঙ্গলবার (০৮ নভেম্বর) ভোর ৬টা দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আসাদুল ইসলামের পাটের গুদাম থেকে রাত ২টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সারফুল ইসলাম ভূঁইয়া জানান, খবর পেয়ে রাতেই বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। মঙ্গলবার ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কোনো কারণ এখন পর্যন্ত তারা জানতে পারেননি।
সহকারী পরিচালক বলেন, ‘ফায়ার সার্ভিস থেকেও অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হবে।’
ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী বাসুদেব সাহা ও আসাদুল ইসলাম জানান, তাদের নিজস্ব গুদামে প্রায় ৬ হাজার মন পাট ছিল। কোনোভাবেই আগুন থেকে বাঁচানো সম্ভব হয়নি। তাছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাট মিল বা অন্য কোনো কাজে ব্যবহার করা যায় না।
উল্লাপাড়া পাটবন্দর বনিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম আরজু জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী ও গুদাম মালিকদের প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ অগ্নিকাণ্ডের ফলে তারা একেবারে নিঃস্ব হয়ে গেলেন।উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত না হয়ে এই মুহূর্তে তারা কিছুই বলতে পারবেন না। তবে এ ব্যাপারে দ্রুতই তদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে।