টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিশ্ব আসরে প্রাপ্তির পাশাপাশি আক্ষেপও আছে। তারপরও অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস, আগামীতে কাজে আসবে, বলছেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত।
দলের সাথে দেশে ফেরেননি অধিনায়ক সাকিব আল হাসান, কিপার ব্যাটার নুরুল হাসান সোহান এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অ্যাডিলেড থেকে যুক্তরাষ্ট্রে গেছেন সাকিব। আর ছুটি কাটাবেন সোহান ও মিরাজ।
বিশ্বকাপের সুপার টুয়েলভে এই প্রথম দুটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের পর জিম্বাবুয়েকে হারানোয় শেষ বেলায় সেমির সুযোগও তৈরি হয়েছিল।
তবে, পাকিস্তানের কাছে হেরে বিদায় নিতে হয় টাইগারদের। বাংলাদেশ দলের পরবর্তী ব্যস্ততা, ডিসেম্বরে ভারত সিরিজের জন্য। ঘরের মাঠে রোহিত-কোহলিদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে সাকিব-লিটনরা।