সোমবার, ০১ জুলাই ২০২৪, ০৩:৪১ পূর্বাহ্ন

মেঘনায় ট্রলারসহ ৩৬ জেলে আটক

  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৩৬ Time View

ভোলার মেঘনা থেকে অবৈধ জাল ও দুই ট্রলারসহ ৩৬ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। রোববার (০৬ নভেম্বর) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে জালসহ জেলেদের আটক করা হয়।

কোস্টগার্ড ও পুলিশের সহায়তায় মৎস্য বিভাগ মেঘনা নদীতে জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনা করে। এ সময় বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদী থেকে ১০ লাখ টাকা মূল্যের অবৈধ পাইজাল ও দুটি ট্রলারসহ ৩৬ জেলেকে আটক করা হয়েছে।


পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত আটক প্রত্যেক জেলেকে এক হাজার টাকা করে ৩৬ হাজার টাকা জরিমানা করে। এ সময় জব্দ করা ট্রলারটি নিলামে বিক্রি করা হয়েছে। এ ছাড়াও জব্দ করা জাল ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন, ও দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজ হাসনাই উপস্থিত ছিলেন।


অভিযানের বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বলেন, এসব পাইজালে ছোট-বড় সব ধরনের মাছ আটকা পড়ে। বিশেষ করে জাটকাসহ (ছোট ইলিশ) সব প্রজাতির মাছের পোনা আটকা পড়ে মারা যায়। প্রতিটি জালের দৈর্ঘ্য ২৯ থেকে ৩০ হাজার মিটার ও প্রস্থ ১৫ থেকে ২০ ফুট। নিষিদ্ধ এসব জাল মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি করে। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category