কুয়েতে কৃষি অঞ্চলখ্যাত ওয়াফরা ও আব্দালিতে স্থানীয় নাগরিকদের কাছ থেকে মরুভূমি বর্গা নিয়ে প্রবাসী বাংলাদেশিরা গড়ে তুলেছেন অসংখ্য কৃষি খামার। মেধা আর কঠোর পরিশ্রমে পেয়েছেন সফল্যও। এখান থেকেই কুয়েতের সিংহভাগ সবজির চাহিদা পূরণ হয়ে থাকেকুয়েতে আড়াই লাখের ওপর বাংলাদেশির বসবাস। অন্য দেশের তুলনায় বাংলাদেশি সবজির ভালো চাহিদা ও লাভজনক হওয়ায় দেশীয় সবজি উৎপাদনে ঝুঁকছেন অনেক প্রবাসী।
ছুটির দিনে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে বেড়ানোর পাশাপাশি খামার থেকে টাটকা সবজি কেনেন অনেকেই। ভবিষ্যতে বাজারের চাহিদা মিটিয়ে দৃষ্টান্ত তৈরি করবেন প্রবাসী বাংলাদেশিরা–এমনটাই স্বপ্ন খামার মালিকদের।