সোমবার, ০১ জুলাই ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন

আজ ১০০টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৩৩ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যান চলাচলের জন্য ১০০টি সড়ক সেতু উদ্বোধন করবেন। সরকার ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে এসব সেতু নির্মাণ করেছে।

সোমবার (৭ নভেম্বর) সকালে গণভবন থেকে একযোগে নবনির্মিত ১০০টি সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করবেন সরকারপ্রধান।

সেতুগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, ময়মনসিংহে ছয়টি, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে, ঢাকায় দুটি ও কুমিল্লায় একটি রয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর আগে গণমাধ্যমকে বলেছিলেন, প্রধানমন্ত্রী দেশবাসীকে সেতু উপহার দেবেন। আমরা শুভক্ষণের জন্য অপেক্ষা করছি।

সেতুমন্ত্রী বলেন, যাতায়াতের সময় কমিয়ে সড়ক যোগাযোগকে নিরবচ্ছিন্ন ও সহজ করার পাশাপাশি সেতুগুলো দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category