সময়ের আলোচিত ওয়েব সিরিজ ‘কারাগার’। হইচইয়ে ‘তাকদীর’ খ্যাত নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর নতুন এই সিরিজটির প্রথম পার্ট স্ট্রিমিং হয়েছিলো গত আগস্টে। এবার জানা গেলো এর দ্বিতীয় পার্ট এর স্ট্রিমিং তারিখ।
হইচইয়ের ছয় বছর পূর্তি অনুষ্ঠানে ‘কারাগার পার্ট ২’ এর সম্ভাব্য স্ট্রিমিং সিডিউল হিসেবে ডিসেম্বরের কথা জানানো হয়েছিলো। কিন্তু কয় তারিখ থেকে স্ট্রিমিং হবে, সেটা জানানো হয়নি। এবার অমিতাভ রেজার নতুন সিরিজ ‘বোধ’ এর শেষ এপিসোডে ‘কারাগার পার্ট ২’ এর স্ট্রিমিং তারিখটিও জানানো হয়েছে।
‘বোধ’ এর শেষ এপিসোডে দর্শকদের জন্য ছিল চমক। আগামী ১৫ ডিসেম্বর ‘কারাগার পার্ট ২’ রিলিজের তারিখ ঘোষণা করা হয়। এই সিরিজের পার্ট ২ এর জন্য দর্শকদের চাহিদা ছিল আকাশচুম্বী। অনেক জল্পনা কল্পনার পর হইচই সরাসরি রিলিজ ডেটই জানিয়ে দিল।
কারাগার পার্ট ২ এর রিলিজ ডেট ঘোষণার ব্যাপারে চঞ্চল চৌধুরী জানান, “বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শক কারাগারকে যে ভালবাসা দেখিয়েছেন, তাতে আমরা অভিভূত হয়েছি। এই কনটেন্ট এবং পরিচালক শাওকীর উপর আমার পূর্ণ আস্থা ছিল, তবুও যে ভালবাসা আমরা পেয়েছি তা ছিল আশাতীত। এখন কারাগার পার্ট ২ দর্শকের সামনে আসবে। রিলিজ ডেট ও অ্যানাউন্স করা হয়েছে। আমি আশায় বুক বেঁধেছি, পার্ট ২ এর পর দর্শকদের আবেগ আর ভালবাসা আমাদের আবারও আলোড়িত করবে।”
‘তাকদীর’ এর দুই বছর পর চঞ্চল চৌধুরী ও শাওকী জুটির রসায়ন সাড়া ফেলে। সবাই প্রশংসা করছেন ‘কারাগার’ এর পরিচ্ছন্ন নির্মাণের। গল্প বলার ভঙ্গি, দুর্দান্ত অভিনয়, ক্যামেরার কাজ, আবহ সংগীত, রঙ বিন্যাস থেকে শুরু করে সবকিছুই খুঁটিয়ে বিশ্লেষণ করে ‘কারাগার’ নিয়ে কথা বলছেন সবাই। বিশেষ করে এই সিরিজে চঞ্চল চৌধুরীর চরিত্র এবং তার অভিনয় নিয়ে মুগ্ধতার ফুলঝুরি!
আকাশনগর সেন্ট্রাল জেলে ৩২৫ জন কয়েদী। একদিন হেড-কাউন্টের সময় দেখা গেল গোণার বাইরে একজন অতিরিক্ত কয়েদী। কয়েদী কম হলে চিন্তার বিষয়, বেশী হলে আরও চিন্তার বিষয়। কে এই কয়েদী? আর সে যে সেল কিনা গত ৫০ বছর ধরে বন্ধ, সেই ১৪৫ নাম্বার সেল এ কীভাবে এলো! এই রহস্যই উদঘাটনের সাথে উঠে এসেছে অন্য অনেকগুলো গল্প!
যেখানে প্রধান চরিত্রে চঞ্চল চৌধুরীর পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতু সহ আরও অনেকে।