সোমবার, ০১ জুলাই ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন

মুখোমুখি আ.লীগ-বিএনপি

  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৪৪ Time View

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশের বাকি মাত্র আর একদিন। বাস বন্ধের ঘোষণার পর এবার বরিশাল-ভোলাসহ বেশ রুটের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল নদীবন্দর ও ডিসি ঘাট থেকে কোনো লঞ্চ ও স্পিডবোট ভোলার উদ্দেশে ছেড়ে যেতে দেখা যায়নি। তেমনি ভোলা থেকেও কোনো নৌযান বরিশালে আসেনি।

এদিকে বুধবার রাতে বরিশালের আবাসিক হোটেলগুলোতে পুলিশের অভিযান চালাতে দেখা গেছে। বাস, লঞ্চ, স্পিডবোট বন্ধ ঘোষণার খবর পেয়েই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী বুধবার ও বৃহস্পতিবার থেকে বরিশালে অবস্থান করছেন সমাবেশে যোগ দেয়ার জন্য।

এছাড়াও বুধবার সমাবেশস্থলে রাতযাপন করেছেন নেতাকর্মীরা। এদিকে লক্ষ করা গেছে, সমাবেশকে কেন্দ্র করে বরিশালে বিএনপি-আওয়ামী লীগ মুখোমুখি অবস্থানে রয়েছে। ৫ নভেম্বরের বিভাগীয় গণসমাবেশ সফল করতে রাজপথে নেমেছে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠন।

গত কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন তারা। অপরদিকে, ১১ নভেম্বর ঢাকায় যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ সফল করতে ১০ নভেম্বর পর্যন্ত বরিশালে প্রতিদিন সব ওয়ার্ডে মিছিল কর্মসূচি ঘোষণা করেছে যুবলীগ। তারই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় বরিশাল শ্রমিক লীগ ও মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ মান্নার উদ্যোগে ছাত্রলীগের বিশাল এক মোটরসাইকেল শোডাউন দেয়া হয়। একই সময় প্রধান দুই দল রাজপথে থাকায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন নগরবাসী।

বিএনপির দাবি, তাদের গণসমাবেশ ব্যাহত করতে উদ্দেশ্যমূলকভাবে কর্মসূচি দিয়েছে যুবলীগ। তবে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ সফলের লক্ষ্যে তৃণমূল উজ্জীবিত রাখতে এই কর্মসূচি দেয়া হয়েছে বলে দাবি আওয়ামী লীগের। পাল্টাপাল্টি কর্মসূচি চলাকালে গত সোমবার নগরীর কালীপুর এলাকায় ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগের বিরুদ্ধে। আগামী ৫ নভেম্বর বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে বিএনপি এবং কেন্দ্রীয় সমাবেশ সফল করতে যুবলীগ রাজপথে থাকায় যেকোনো সময় বড় ধরনের সংঘাত হতে পারে বলে আশঙ্কা জনসাধারণের।

তবে কোনো সংঘাতের উদ্দেশে নয়, কেন্দ্রীয় সমাবেশ উপলক্ষে তৃণমূল যুবলীগ নেতাকর্মীদের চাঙ্গা রাখতে ১০ নভেম্বর পর্যন্ত সব ওয়ার্ডে যুবলীগের মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু। তিনি বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। এই দলের সকল রাজনৈতিক কর্মসূচি গণতান্ত্রিক। অভিযোগ করা বিএনপির অভ্যাস। শুধু অভিযোগ করার জন্যই তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করছে।এদিকে মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির বলেন, তারা ৪ ও ৫ নভেম্বর বাস-লঞ্চ এবং থ্রি-হুইলার, স্পিডবোট বন্ধ করেছে। বিএনপির গণসমাবেশের প্রাক্কালে তারা (আওয়ামী লীগ) প্রতিদিন ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল করছে। পায়ে পা দিয়ে ঝগড়া কিংবা সংঘাতের উদ্দেশেই তারা এই কর্মসূচি নিয়েছে। তবে বিএনপি এসব এড়িয়ে শান্তিপূর্ণ সমাবেশের প্রস্তুতি নিয়েছে। ৫ নভেম্বর জনস্রোতে সব বাধা উড়ে যাবে বলে দাবি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category