শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

মানুষের কাজে আসবে, শুধু তেমন পরিকল্পনা নিচ্ছি : প্রধানমন্ত্রী

  • আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৭৫ Time View

কোভিডের পরে যুদ্ধ, স্যাংকশনে প্রতিটি দেশে জ্বালানির সংকট ও দাম বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আমাদের কী করনীয়, তা ঠিক করতে হবে। নিজেদের উৎপাদন বাড়াতে হবে। মানুষের কাজে আসবে, শুধু তেমন পরিকল্পনা নিচ্ছি আমরা।

বুধবার (২ নভেম্বর) সকালে ১২৪, ১২৫ ও ১২৬ তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী এবং সনদ বিরতণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে সরকারের নবীন কর্মকর্তাদের প্রতি এ সময় আহ্বান জানান প্রধানমন্ত্রী।

উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ শেষে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সেবক হিসেবে কাজ করছে সরকার। নবীন কর্মকর্তাদেরও সে কথা মাথায় রেখে কাজ করতে হবে। সরকারের নেয়া উদ্যোগ বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

শেখ হাসিনা বলেন, বিশ্ব পরিস্থিতির কারণে সংকট তৈরি হয়েছে। সেই সংকট মোকাবেলায় নিজেদের উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, গ্রামের মানুষদের জীবন মান উন্নয়নে জাতির পিতা জনসেবার নির্দেশ দিয়েছেন। তিনি নিজেকে জনগণের সেবক মনে করতেন, আমিও তার পদাঙ্ক অনুসরন করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর