বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১:০৪ অপরাহ্ন

টুইটার নিয়ে মাস্কের নতুন সিদ্ধান্ত

  • আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৬৩ Time View

টুইটার ব্যবহারকারীদের জন্য আসলো নতুন সিদ্ধান্ত। ব্লু টিকওয়ালা অ্যাকাউন্ট বা ভ্যারিফাইড ইউজারদের এখন থেকে প্রতি মাসে গুণতে হবে ৮ ডলার বা ৮১২ টাকা। টুইটারের ব্যবসায়িক ক্ষতি কাটিয়ে উঠতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (২ নভেম্বর) এক টুইটবার্তায় ইলন মাস্ক নিজেই জানান এ তথ্য। মাস্ক দায়িত্ব নেয়ার পর ব্যবহারকারীদের জন্য এ প্রথম বড় ধরনের কোনো পরিবর্তনের ঘোষণা আসলো।

তবে সমালোচকরা বলছেন, এর মধ্য দিয়ে নির্ভরযোগ্য তথ্যের উৎস হিসেবে ব্যবহারকারীদের আস্থা হারাবে সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি। কমবে ইউজারের সংখ্যাও। এর আগে প্রতি মাসে ২০ ডলার পর্যন্ত চার্জ নেয়ার ইঙ্গিত দেয়া হয়েছিল।

প্রসঙ্গত, ২০০৯ সাল থেকেই ভেরিফাইড অ্যাকাউন্টগুলোতে ব্লু টিকের সিস্টেম চালু করে টুইটার। এখনও পর্যন্ত এর জন্য কোনো অর্থ খরচ করতে হতো না ব্যবহারকারীদের। কিন্তু, ইলন মাস্ক দায়িত্ব নেয়ার পর থেকে টুইটারকে ঢেলে সাজানোর অংশ হিসেবে আসলো এ পরিবর্তন। ইলন মাস্কের একের পর এক সমালোচিত সিদ্ধান্তের জেরে এরই মধ্যে অনেক বড় বড় প্রতিষ্ঠান টুইটারে বিজ্ঞাপন দেয়া সাময়িকভাবে বন্ধ রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর